কুড়িগ্রাম পৌরসভায় বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম বেবুর পক্ষে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর প্রচার কাজে লাগল না। ভোটের লড়াইয়ে তৃতীয় হয়েছেন তিনি।
উত্তরের জেলাটিতে নৌকা নিয়ে জিতেছেন আওয়ামী লীগের কাজিউল ইসলাম। বিএনপির মনোনয়ন না পাওয়া আবু বকর সিদ্দিক হয়েছেন দ্বিতীয়।
এখানে ক্ষমতাসীন দলের নৌকায় ভোট পড়েছে ২০ হাজার ৫৭১। বিএনপির বিদ্রোহী বকরের নারকেল গাছে পড়েছে পাঁচ হাজার ২৬৪টি।
ধানের শীষ নিয়ে বেবু পেয়েছেন পাঁচ হাজার ১৬৮ ভোট।
এই পৌরসভায় চমক দেখিয়েছে ইসলামী আন্দোলন। দলের প্রার্থী আব্দুল মজিদের হাতপাখায় ভোট পড়েছে চার হাজার ৮৫টি।
নৌকা নিয়ে কুড়িগ্রামে জিতেছেন আওয়ামী লীগের কাজিউল ইসলাম। ছবি: নিউজবাংলা
আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা বিদ্রোহী প্রার্থী সাইদুল হাসান দুলাল সুবিধা করতে পারেননি। তার জগ প্রতীকে পড়েছে এক হাজার ৮১২ ভোট।
পৌরসভাটিতে ভোট পড়েছে ৩৬ হাজার ৮৯৬, যা মোট ভোটের ৬৫ দশমিক ৫ শতাংশ।
এই নির্বাচন নিয়ে বিশেষভাবে আগ্রহ ছিল বিএনপি নেতা রিজভীর। তিনি শেষ কয়েকদিন এসে ধানের শীষের প্রার্থীর পক্ষে জোর প্রচার চালিয়েছেন। আহ্বান জানিয়েছেন ভোট বিপ্লবের।
রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম রাকিব বলেন, ‘ভোট সুষ্ঠু হয়েছে। বিচ্ছিন্ন দুই একটি ঘটনা ছাড়া আনন্দমুখর পরিবেশে ভোট দিয়েছেন সবাই। কোনো ধরনের অনিয়ম, অব্যবস্থাপনা ও জালিয়াতির অভিযোগ পাওয়া যায়নি।
পৌরসভার ২৪টি কেন্দ্র ও ১৭৩টি কক্ষে ভোট নেয়া হয়। মোট ভোটার ছিল ৫৬ হাজার ৩৯৫ জন।