রেকর্ড ৮৫ শতাংশ ভোট পড়ার দিনে পটুয়াখালীর কুয়াকাটায় ৬৪৯ ভোটে আওয়ামী লীগকে হারিয়ে মেয়র নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হাওলাদার।
তিনি পেয়েছেন তিন হাজার ৩৩৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী আওয়ামী লীগের বর্তমান মেয়র আবদুল বারেক মোল্লা পেয়েছেন দুই হাজার ৬৮৪ ভোট।
২০১৫ সালের ৩০ ডিসেম্বর কুয়াকাটায় প্রথম পৌরসভা নির্বাচন হয়। এটি ছিল দ্বিতীয় নির্বাচন।
সোমবার রাতে বেসরকারিভাবে নির্বাচিতদের ফল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা।
কুয়াকাটা পৌরসভার একটি ভোটকেন্দ্রে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ছবি: নিউজবাংলা
কুয়াকাটা পৌরসভায় মোট ভোটার ৮ হাজার ১২২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪ হাজার ১৭৭ জন ও নারী ৩ হাজার ৯৪৫ জন।
নির্বাচনে ভোট পড়েছে ৬ হাজার ৮২৯টি, যা মোট ভোটের ৮৫ শতাংশ। বাতিল হয়েছে ১৬টি ভোট।
সোমবার মেয়র ছাড়া ১নং ওয়ার্ডে হাবিবুর রহমান শরীফ, ২নং ওয়ার্ডে তৈয়বুর রহমান, ৩নং ওয়ার্ডে মনির শরীফ, ৪নং ওয়ার্ডে ফজলুল হক খান, ৫নং ওয়ার্ডে আবুল হাসন ফরাজী, ৬নং ওয়ার্ডে মজিবুর রহমান, ৭নং ওয়ার্ডে শহীদ দেওয়ান, ৮নং ওয়ার্ডে আশরাফ আলী সিকদার ও ৯নং ওয়ার্ডে ছাবের হাসান কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া ১, ২, ৩নং ওয়ার্ডে ময়না বেগম, ৪, ৫, ৬নং ওয়ার্ডে তাছলিমা বেগম ও ৭, ৮, ৯নং ওয়ার্ডে হোসনে আরা বেগম সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।