মৌলভীবাজারের বড়লেখা পৌরসভায় দুই হাজার ৮৮৯ ভোটের ব্যবধানে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের আবুল ইমাম মো. কামরান চৌধুরী।
নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ৫ হাজার ৯৭৮ ভোট। নির্বাচনে তার সঙ্গে লড়াই করেছেন স্বতন্ত্র প্রার্থী সাইদুল ইসলাম। মোবাইল ফোন প্রতীকে তিনি ৩ হাজার ৮৯ ভোট পেলেও বিএনপির আনোয়ারুল ইসলাম ধানের শীষে পেয়েছেন মাত্র ৫৯৪ ভোট।
সোমবার সকাল আটটায় শুরু হওয়া ভোট শেষ হয় বিকেল চারটায়। পৌরসভাটিতে ভোট পড়েছে ৬২ দশমিক ৬৫ শতাংশ। মেয়র প্রার্থী ছিলেন তিন জন।
সকাল থেকেই দীর্ঘ সারিতে দাঁড়িয়ে ভোট দেন ভোটাররা। নারী ভোটারের উপস্থিতি ছিল লক্ষণীয়।
প্রথমবারের মতো সেখানে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নিয়েছে কমিশন। মেয়র তিন জনসহ সাধারণ কাউন্সিলর ও নারী কাউন্সিলর মিলে প্রার্থী ছিলেন ৪০ জন।
সাধারণ কাউন্সিলর পদে ২৬ জন ও নারী কাউন্সিলর পদে ১১ জন লড়ছেন।
পৌরসভায় মোট ভোটার ১৫ হাজার ৪৪৩ জন। এর মধ্যে পুরুষ ৭ হাজার ৫২৩ জন ও নারী ভোটার ৭ হাজার ৯২০ জন। ১০টি কেন্দ্রের ৪৩টি কক্ষে ভোট নেয় কমিশন।