গাইবান্ধার গোবিন্দগঞ্জে কিশোরীরে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এ অভিযোগে করা মামলায় রোববার রাতে তাকে গ্রেপ্তার করে সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার মোশারফ হোসেন (২২) পেশায় রাজমিস্ত্রী।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, মোশারফ অনেক দিন ধরেই তাকে উত্ত্যক্ত করছিলেন। রোববার রাত সাড়ে ৮টার দিকে ওই কিশোরী প্রতিবেশীর বাড়িতে টেলিভিশন দেখছিলেন। এ সময় মোশারফ তাকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালান। মেয়েটির চিৎকারে প্রতিবেশীরা আসলে মোশারফ পালানোর চেষ্টা করেন। পরে প্রতিবেশীরা তাকে ধাওয়া করে ধরে ফেলেন।
এ অভিযোগ এনে সোমাবার সকালে কিশোরীর বাবা গোবিন্দগঞ্জ থানায় মামলা করেন। সেই মামলায় মোশারফকে সোমবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।