গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ট্রাক চাপায় মা-ছেলে নিহত হয়েছে।
সোমবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলা সদরের সাহেব বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন রংপুরের সদর কতোয়ালী থানার সিরিরামপুর এলাকার মশিউর রহমান বাশারের স্ত্রী লিলিমা আক্তার ও তার সাত বছর বয়সী ছেলে লিখন বাবু।
স্থানীয়রা জানিয়েছেন, মশিউর রহমান তার স্ত্রী লিলিমা, মেয়ে সুমাইয়া ও ছেলে লিখনকে নিয়ে দুই বছর আগে কালিয়াকৈরের সাহেব বাজারে বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। মশিউর রহমান স্থানীয় একটি দোকানে রড মিস্ত্রি এবং লিলিমা একটি সুতা কারখানায় কাজ শুরু করেন।
সোমবার সন্ধ্যায় কাজ শেষে লিলিমা ছেলে লিখনকে নিয়ে বাসার পাশের দোকান থেকে হুইল পাউডার কিনে বাড়ি ফিরছিলেন। পথে কালিয়াকৈর-ধামরাই সড়কের সাহেব বাজার এলাকায় পৌঁছালে একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান লিলিমা ও লিখন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করে।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) জাফর বলেন, ‘এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। চালক ট্রাকটি নিয়ে পালিয়েছেন। তাকে ধরতে অভিযান চলছে।’