বিদ্রোহী প্রার্থী বীর মুক্তিযোদ্ধা একরামুল হক ৯ হাজার ২৫৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম আওয়ামী লীগের প্রার্থী কাশিরুল ইসলাম ভোট পেয়েছেন ২ হাজার ৭৬১ ভোট।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বীর মুক্তিযোদ্ধা একরামুল হক ৯ হাজার ২৫৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
সোমবার সন্ধ্যায় পীরগঞ্জ পৌর নির্বাচনের রিটার্নিং অফিসার জিলহাস উদ্দিন বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন।
তার নিকটতম আওয়ামী লীগের প্রার্থী কাশিরুল ইসলাম পেয়েছেন ২ হাজার ৭৬১ ভোট।
সোমবার সকাল আটটা থেকে ভোটগ্রহণ শুরু হয়; বিরতিহীনভাবে তা চলে বিকেল চারটা পর্যন্ত। এ সময় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।