২৯ হাজারের বেশি ভোটের ব্যবধানে মানিকগঞ্জে বিএনপি প্রার্থীকে পরাজিত করে মেয়র নির্বাচিত হয়েছেন নৌকার রমজান আলী।
তিনি পেয়েছেন ৩১ হাজার ৫৮৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের আতাউর রহমান আতা পেয়েছেন ২ হাজার ৩৩৪ ভোট।
রিটার্নিং কর্মকর্তা শেখ মো. হাবিবুর রহমান নিউজবাংলাকে বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। ‘পৌরবাসীকে আমরা একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পেরেছি। নির্বাচনে প্রায় ৬২ শতাংশ ভোট কাস্টিং হয়েছে।’
এর আগে সকাল ৮টায় ২৫টি কেন্দ্রে এক যোগে শুরু হয় ভোটগ্রহণ। বিকেল চারটা পর্যন্ত তেমন কোনো গোলযোগ ছাড়াই শেষ হয় ভোট।
নির্বাচনে সাধারণ কাউন্সিলর পদে ১ নম্বর ওয়ার্ডে আবুল কালাম আজাদ, ২ নম্বর ওয়ার্ডে নূরুল ইসলাম কুন্ঠা, ৩ নম্বর ওয়ার্ডে তছলিম হৃদয়, ৪ নম্বর ওয়ার্ডে আরশেদ আলী বিশ্বাস, ৫ নম্বর ওয়ার্ডে আব্দুর রাজ্জাক রাজা, ৬ নম্বর ওয়ার্ডে শায়েখ শিবলী, ৭ নম্বর ওয়ার্ডে কবির হোসেন, ৮ নম্বর ওয়ার্ডে আবু মোহাম্মদ নাহিদ ও ৯ নম্বর ওয়ার্ডে উজ্জল হোসেন নির্বাচিত হয়েছেন।
এছাড়া সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১, ২, ৩ নম্বর ওয়ার্ডে নাজমা আক্তার ও ৪, ৫, ৬ নম্বর ওয়ার্ডে রাজিয়া সুলতানা এবং ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ডে জেসমিন আক্তার নির্বাচিত হয়েছেন।রিটার্নিং অফিসার শেখ মুহাম্মদ হাবিবুর রহমান জানান, নির্বাচন সুষ্ট হয়েছে এবং প্রায় ৬২ শতাংশ ভোট পড়েছে বলেও তিনি নিশ্চিত করেন।সদর পৌরসভায় ভোটার সংখ্যা ৫৫ হাজার ২০২ জন।