যুক্তরাজ্যে নতুন করোনাভাইরাসের প্রকোপের মধ্যে লন্ডনের হিথ্রো থেকে ১৬৭ যাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ সোমবার দুপুরে প্রথমে সিলেটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
যাত্রীদের ১৪৪ জনই সিলেটের। তারা সেখানে নেমে যান। এরপর বাকি যাত্রীদের নিয়ে উড়োজাহাজটি ঢাকায় হযরত শাহজালাল বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যায়।
সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ নিউজবাংলাকে জানিয়েছেন, সিলেটের ১৪৪ জন যাত্রী করোনা নেগেটিভ সনদ নিয়ে এসেছেন। এরপরও তাদের বাড়িতে নিজ দায়িত্বে কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেয়া হয়েছে। এদিকে নতুন ধরনের এবং অধিক সংক্রামক করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর পৃথিবীর বিভিন্ন দেশ যুক্তরাজ্যে ভ্রমণের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করেছে।
সোমবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বৈঠকে লন্ডন থেকে কেউ দেশে এলে তাকে বাধ্যতামূলকভাবে নিজ খরচে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে, এমন সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।তবে এরকম কোনো নির্দেশনা পাননি বলে জানিয়ছেন ওসমানী বিমানবন্দরের মেডিক্যাল টিমের সমন্বয়ক ও সিলেট সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সিরাজুম মুনির।যুক্তরাজ্যে এখন অধিক সংক্রামক আরও নতুন ধরনের করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে দেশটিতে লকডাউন ঘোষণা করা হয়েছে। ভারতসহ বিশ্বের ৪০টিরও বেশি দেশ এরই মধ্যে যুক্তরাজ্যে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
এদিকে যুক্তরাজ্যে অবস্থানরত বাংলাদেশিদের মধ্যে অধিকাংশই সিলেটের বাসিন্দা। এ কারণে সিলেট অঞ্চলে নতুন ধরনের এই করোনার সংক্রমণ ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এর আগে ২৪ ডিসেম্বর হিথ্রো থেকে ২০২ যাত্রী নিয়ে ওসমানীতে এসেছিল বিমানের আরেকটি উড়োজাহাজ।