চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের জাহাঙ্গীর আলম মালিক খোকন বেসরকারিভাবে জয় পেয়েছেন।
নৌকা প্রতীকে জাহাঙ্গীর পেয়েছেন ২১ হাজার ৬৩৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোবাইল ফোন প্রতীকে বিএনপির বিদ্রোহী মজিবুল হক মালিক মজু পেয়েছেন ৭ হাজার ৬০৭ ভোট। ধানের শীষে বিএনপির সিরাজুল ইসলাম মনি পেয়েছেন ৫ হাজার ৫৮৭ ভোট।
সোমবার সকাল ৮টা থেকে ৪টা পর্যন্ত ৩৩ কেন্দ্রে ভোট হয়।
শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে বলে জানান জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা তারেক আহমেদ।
তিনি বলেন, ‘বেসরকারিভাবে নির্বাচনের ফল প্রকাশ করা হয়েছে। পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থী জয়ী হয়েছেন। রাতে সরকারিভাবে প্রার্থীদের ফল প্রকাশ করা হবে।’
তারেক আহমেদ জানান, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কাজ করেছেন ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। পুলিশের একাধিক টিমের পাশাপাশি মাঠে আছেন র্যাব ও আনসার সদস্যরা। এ ছাড়া দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
চুয়াডাঙ্গা পৌরসভায় ভোটার সংখ্যা ৬৭ হাজার ৮০৮ জন। এর মধ্যে পুরুষ ৩২ হাজার ৮১৮ জন ও মহিলা ভোটার ৩৪ হাজার ৯৯০ জন। নির্বাচনে মেয়র পদে ৭ জন প্রার্থী লড়ছেন।
নির্বাচনে তিন সংরক্ষিত কাউন্সিলর পদে ১৩ জন ও সাধারণ কাউন্সিলর নয়টি পদে ৬৪ জন প্রার্থী রয়েছেন।
গত বুধবার সকালে ১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী বিল্লাল হোসেন বেল্টু মারা যাওয়ায় ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে নির্বাচন স্থগিত করে কমিশন।