অনিয়মের অভিযোগ তুলে খুলনার চালনা পৌরসভা নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপির মেয়র প্রার্থী আবুল খয়ের খাঁন।
ভোট শুরুর সাড়ে চার ঘণ্টা পর বেলা সাড়ে ১২টায় চালনায় সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেন প্রার্থীর প্রধান এজেন্ট আব্দুল মান্নান খান।
বিএনপির মেয়র প্রার্থী আবুল খয়ের খাঁন করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
এজেন্ট আব্দুল মান্নান খান বলেন, ‘আমার প্রার্থী অসুস্থ থাকায় আমি প্রতিটি কেন্দ্রে ঘুরেছি। আমার সামনেই যারা ভোট দিতে যাচ্ছেন তাদের ফিঙ্গার টেস্ট নিয়ে বের করে দেয়া হচ্ছে। তারপর তারা নিজেরা গিয়ে ভোট দিচ্ছে।
বিএনপি প্রার্থীর প্রধান এজেন্ট আব্দুল মান্নান খান
‘এই ভোট আমরা করতে চাই না। কারণ আমরা চেয়েছিলাম নিরপেক্ষ নির্বাচন। মানুষের গণতান্ত্রিক অধিকার আবার ফিরে আসবে। সরকারের এবং নির্বাচন কমিশনের কাছে আমাদের দাবি ছিল একটি সুষ্ঠু নির্বাচন। কিন্তু আমরা দেখলাম এই সরকার ও নির্বাচন কমিশনের অধীনে কোনো সুষ্ঠু ও অবাধ নির্বাচন হওয়া সম্ভব না। এ কারণে নির্বাচন থেকে আমরা সরে আসলাম, নির্বাচন বয়কট করলাম।’