নিবন্ধন ছাড়া পরিচালনা, দক্ষ টেকনিশিয়ান না থাকা ও মানসম্মত যন্ত্রপাতি ব্যবহার না করায় জরিমানা করা হয় বলে জানান সিভিল সার্জন।
অনিয়মের অভিযোগে লক্ষ্মীপুর সদরের তিনটি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
জেলা সিভিল সার্জন আবদুল গাফ্ফারের নেতৃত্বে লক্ষ্মীপুর সদর হাসপাতাল এলাকায় সোমবার দুপুরে অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট বনি আমিন।
তিনি জানান, নিবন্ধন ছাড়া পরিচালনা, দক্ষ টেকনিশিয়ান না থাকা ও মানসম্মত যন্ত্রপাতি ব্যবহার না করায় মিম ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা, বেসরকারি মা ও শিশু হাসপাতালকে ২০ হাজার টাকা ও নোভা ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সিভিল সার্জন আবদুল গাফ্ফার জানান, জেলায় এ ধরনের ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালের সংখ্যা বাড়ছে। আগামীতেও এ ধরনের অভিযান চলবে।