চুয়াডাঙ্গায় এক মাদক কারবারির বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার হানুরবাড়াদি গ্রামের কাজী পাড়ায় মাদক কারবারি শাহীনের বাড়িতে অভিযান চালিয়ে ১৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কয়েকজন সদস্য কাজীপাড়ায় শাহীনের বাড়িতে অভিযান চালায়। এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান শাহীন। পরে তার ঘরে তল্লাশি চালিয়ে ১৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার অনুমানিক মূল্য প্রায় ৬ লাখ টাকা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরিয়ত উল্লাহ জানান, পলাতক শাহীনের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা হয়েছে। উদ্ধার হওয়া গাঁজা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।