বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চাটমোহরে দুই স্বতন্ত্র প্রার্থীর ভোট বর্জন

  •    
  • ২৮ ডিসেম্বর, ২০২০ ১২:০৩

অনিয়মের অভিযোগে ভোট বর্জন করেছেন বর্তমান মেয়র ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মির্জা রেজাউল করিম দুলাল এবং বিএনপির বিদ্র্রোহী প্রার্থী এস এম আব্দুল মান্নান।

পাবনার চাটমোহরে পৌরসভা নির্বাচনের ভোট বর্জন করেছেন বর্তমান মেয়র ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মির্জা রেজাউল করিম দুলাল এবং বিএনপির বিদ্র্রোহী প্রার্থী এস এম আব্দুল মান্নান।

অনিয়মের অভিযোগে সকালে ভোট বর্জনের ঘোষণা দেন তারা।

স্বতন্ত্র প্রার্থী মির্জা রেজাউল চাটমোহরের মধ্য শালিকায় নিজ বাসভবনে সকালে সাংবাদিকদের বলেন, তার এজেন্টদের মারধর করে কেন্দ্র থেকে বের করে দেয়া হয়েছে।

তিনি বলেন, ‘গত রাতে আমার এজেন্ট ও কর্মীদের ওপর হামলা চালিয়েছে আওয়ামী লীগ প্রার্থীর সন্ত্রাসী বাহিনী। আমার ভোটারদের ভোট দিতে দেয়া হচ্ছে না।‘

এজেন্টদের কেন্দ্রে প্রবেশে বাধা দেয়ার অভিযোগ স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নানেরও। চাটখিলের সবুজ সংঘ মাঠের সামনে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, রোববার রাত থেকেই তার এজেন্টদের হুমকি দেয়া হচ্ছে। তার বাড়িতে দুর্বৃত্তরা ঢিল ছুড়েছে।

আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মির্জা রেজাউল করিম দুলাল। ছবি: নিউজবাংলা

আব্দুল মান্নান বলেন, ‘নৌকা প্রতীক ছাড়া অন্য কোন প্রতীকে ভোট দিতে দেয়া হচ্ছে না। বিভিন্ন এলাকা থেকে সন্ত্রাসী বাহিনী ভাড়া করে এনেছেন নৌকার প্রার্থী।’

বিএনপির বিদ্র্রোহী প্রার্থী এস এম আব্দুল মান্নান। ছবি: নিউজবাংলা

তবে সহকারী রিটার্নিং কর্মকর্তা আলমগীর হোসেন জানান, এ ধরনের কোনো অভিযোগ তিনি পাননি। ভোটের পরিবেশ স্বাভাবিক বলেও দাবি করেন তিনি।

এই দুই প্রার্থী ভোট বর্জন করায় এখন মেয়র পদের জন্য লড়াই হচ্ছে আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট শাখাওয়াত হোসেন সাখো এবং বিএনপি প্রার্থী আসাদুজ্জামান আরশেদের মধ্যে।

এ বিভাগের আরো খবর