বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ওরা আলেম হলে শফীকে হত্যা করত না: শামীম ওসমান

  •    
  • ২৭ ডিসেম্বর, ২০২০ ২৩:৫১

‘হঠাৎ করে শুনলাম বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গা হবে। কারা ভাঙবে? শুনলাম ওরা নাকি আলেম। ওরা কিসের আলেম?’

হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীকে নির্যাতনে হত্যার অভিযোগ সামনে এনে ভাস্কর্যবিরোধীদের নিয়ে প্রশ্ন তুলে শামীম ওসমান বলেছেন, ওরা কিসের আলেম? ওরা যদি প্রকৃত আলেম হতো, তাহলে আহমদ শফীকে আটকে রেখে নির্যাতন করত না।

রোববার বিকালে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড সংলগ্ন নাসিম ওসমান মেমোরিয়াল পার্কে ফতুল্লা থানা আওয়ামী লীগের কর্মিসভায় নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম এ মন্তব্য করেন।

ভাস্কর্যবিরোধীদের প্রসঙ্গ টেনে শামীম ওসমান বলেন, ‘হঠাৎ করে শুনলাম বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গা হবে। কারা ভাঙবে? শুনলাম ওরা নাকি আলেম। ওরা কিসের আলেম?’

তিনি বলেন, ‘তাকে (আহমদ শফী) নির্যাতন করে হত্যা করেছে ওরা, এটা আমার কথা না। এটা সরকারের কথা না। আল্লামা শফীর পরিবারের কথা।’

শফীকে হত্যার অভিযোগে করা মামলায় বলা হয়েছে, তাকে গৃহবন্দি করে নির্যাতনের মাধ্যমে শাহাদাত বরণ করতে বাধ্য করা হয়েছে। মৃত্যুর কয়েক দিন আগে থেকে খাবার, ওষুধ বন্ধ করে দেয়া হয়েছিল। তাকে আসামিরা পরস্পর যোগসাজশ করে পরিকল্পিতভাবে হত্যা করেছে।

শামীম ওসমান বলেন, ‘আমি বলেছিলাম ২৮ শে ফেব্রুয়ারি রাজনীতি থেকে বিদায় নেব। মনে করেছিলাম, দেশটা দাঁড়িয়ে গেছে। আর হয়তো কোনো সমস্যা নেই। কিন্তু হঠাৎ করে দেখলাম, বঙ্গবন্ধুর ভাস্কর্য হাতুড়ি দিয়ে ভাঙার দুঃসাহস দেখিয়ে নানা ধরনের ষড়যন্ত্র করছে।

‘ওরা আমাদের নতুন প্রজন্মকে শেষ করে দিয়ে বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র বানাতে চায়। আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরানোর জন্য নয়, এ দেশকে ধ্বংস করতে চায়। আমি ভেবেছিলাম, রাজনীতি থেকে বিদায় নিব। কিন্তু এখন আরও দায়িত্ব বেড়ে গেছে।’

রাজধানীর ধোলাইপাড় এলাকায় বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্যের বিরোধিতা করে আসছে হেফাজতে ইসলামসহ ধর্মভিত্তিক দলগুলো।

সম্প্রতি ধোলাইপাড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধিতা করে ধর্মভিত্তিক দল ইসলামী নানা আন্দোলন কর্মসূচি হাতে নেয়। চরমোনাইয়ের পীরের নেতৃত্বাধীন দলটি একে মূর্তি আখ্যা দিয়ে বলেছে, এটি নির্মাণ হলে বুড়িগঙ্গায় ফেলে দেয়া হবে।

এই প্রেক্ষাপটে কুষ্টিয়া বঙ্গবন্ধুর নির্মাণাধীন একটি ভাস্কর্য রাতের আঁধারে হাতুড়ি দিয়ে ভেঙে দেন মাদ্রাসার দুই ছাত্র। সিসিটিভির ফুটেজ দেখে পুলিশ তাদের গ্রেপ্তার করে। পরে ওই দুই ছাত্র আদালতে এর দায় স্বীকার করে জবানবন্দি দেন।

এই পরিস্থিতিতে ভাস্কর্যবিরোধীদের প্রতি হুঁশিয়ারি দিয়ে শামীম ওসমান বলেন, ‘যারা খেলতে চায়, তারা যাতে বোঝে, নারায়ণগঞ্জে খেলায়াড়রা প্রস্তুত হয়ে গেছে। খেলা আরেকবার হবে। আমাদের পূর্বপুরুষরা খেলেছে। আমরাও জানি কীভাবে খেলতে হয়।’

ফতুল্লা থানা আওয়ামী লীগ সভাপতি এম সাইফউল্লাহ বাদলের সভাপতিত্বে সভায় সাধারণ সম্পাদক এম শওকত আলীসহ অনেকে উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো খবর