বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

স্কুলছাত্রীর বাড়িতে আগুন দিল বখাটে

  •    
  • ২৭ ডিসেম্বর, ২০২০ ২২:০৫

শনিবার মধ্যরাতে চাঁদপুর সদর উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে বখাটে জুনায়েদ মাঝি পলাতক।

প্রেমের সম্পর্ক ছিন্ন করায় এক স্কুলছাত্রীর বাড়িতে আগুন ধরিয়ে দেয়ার অভিযোগ উঠেছে এক বখাটের বিরুদ্ধে।

শনিবার মধ্যরাতে চাঁদপুর সদর উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে বখাটে জুনায়েদ মাঝি পলাতক।

ওই ছাত্রী এক দিনমজুরের মেয়ে। সে স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়ে। বখাটে জুনায়েদ স্থানীয় জনতা বাজারের একটি কম্পিউটারের দোকানে কাজ করে।

ছাত্রীর মা নিউজবাংলাকে জানান, ‘ছেলেটি প্রায়ই আমার মেয়েরে উত্যক্ত করত। এক বছর আগে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি সমাধান করে দেন। এর পর থেকেই ওই ছেলে আমাদের সবাইরে মাইর‌্যা ফেলার হুমকি দিছিল।’

ছাত্রীর বাবা বলেন, শনিবার মধ্যরাতে সহযোগীদের নিয়ে বখাটে জুনায়েদ তাদের বসতঘরে আগুন লাগিয়ে দেয়। কপাল ভালো আগুন তাৎক্ষণিকভাবে তাদের নজরে আসে। তারা চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে এসে তাৎক্ষণিক পানি ঢেলে আগুন নিভায়। এ কারণে তারা প্রাণে বেঁচে গেছেন।

এ ব্যাপারে বালিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. তাজুল ইসলাম মিজি বলেন, ‘ছেলেটি বখাটে প্রকৃতির। এর আগেও তার বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে তা স্থানীয়ভাবে মীমাংসা করা হয়। ছাত্রীর বাড়িতে আগুন দেয়ার ঘটনাটি আমি জানার পর পরই ঘটনাস্থলে গিয়ে প্রশাসনকে অবহিত করি। আমি এ ঘটনার তদন্ত সাপেক্ষে বিচারের দাবি জানাই প্রশাসনের কাছে।’

অতিরিক্ত পুলিশ সুপার (চাঁদপুর সদর সার্কেল) স্নিগ্ধা সরকার বলেন, রোববার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। প্রাথমিকভাবে জানা গেছে, প্রেমের সম্পর্ক ছিন্ন করায় বখাটে এ ঘটনা ঘটিয়েছে। তবে এ ঘটনায় ওই ছাত্রীর পরিবার থানায় কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের আরো খবর