রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে নিরাপত্তা বাহিনীর অভিযানে অস্ত্রসহ চার জনকে আটক করা হয়েছে।
রোববার দুপুরে নিরাপত্তা বাহিনী এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
আটক চার জন হলেন, উপজেলার বাইবাছড়া গ্রামের বিনয় চাকমা ও অনিল চাকমা, গুলকমা ছড়া গ্রামের বিজয় চাকমা স্মৃতি ও বিকাশ চাকমা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সন্ধ্যায় সাজেকের ছদুকিছড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
সাজেক থানার উপপরিদর্শক (এসাই) নাঈমুল জানান, আটক চার জনই ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সদস্য।
তবে রোববার ইউপিডিএফের এক বিবৃতিতে জানানো হয়, ওই চার জন তাদের সদস্য নন।
নিরাপত্তা বাহিনী জানায়, সাজেকের মেলাছড়া পাড়াতে শনিবার ইউপিডিএফের প্রতিষ্ঠাবার্ষিকী ছিল। ওই দিন যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সে জন্য খাগড়াছড়ি রিজিয়নের নির্দেশনায় বাঘাইহাট জোনের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিশেষ টহল ও চেকপোস্ট বসানো হয়। এ সময় ছদুকিছড়া এলাকায় শহিদ লেফট্যানেন্ট মুশফিক আর্মি ক্যাম্পের চেক পোস্টে তল্লাশির সময় চারটি মোটরসাইকেল ও অস্ত্রসহ ওই চার জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সাজেক থানার উপপরিদর্শক (এসআই) জানান, আটক চার জনের কাছ থেকে দুইটি দেশি বন্দুক, পাঁচটি গুলি, তিনিটি রসিদ বই, চারটি মোবাইল, দুইটি প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানারসহ ২ হাজার ১১৪ টাকা পাওয়া যায়।
ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমা নিউজবাংলাকে জানান, ওই চার জনকে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান থেকে ফেরার সময় আটক করা হয়েছে। আটক বিনয় চাকমা সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য।