বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

৬ ইটভাটা ভেঙে দিল পরিবেশ অধিদপ্তর

  •    
  • ২৭ ডিসেম্বর, ২০২০ ২০:২১

পরিবেশ অধিদপ্তর অবৈধ ইটভাটাকে জরিমানার পাশাপাশি ভেঙে দিয়েছে ভাটার চুল্লি। এ দিন টাঙ্গাইলের তিন উপজেলার ইটভাটায় অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসন।

টাঙ্গাইলে অবৈধ নয়টি ইটভাটাকে ৫০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। এর মধ্যে ছয়টি ইটভাটার চুল্লি গুঁড়িয়ে দেয়া হয়েছে।রোববার পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত টাঙ্গাইলের তিন উপজেলায় অভিযান চালায়।অভিযানে পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইলের উপপরিচালক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম, আইনশৃঙ্খলা বাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।

মুজাহিদুল ইসলাম জানান, পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের অনুমতি না নেয়ায় ঘাটাইল, কালিহাতী ও ভূঞাপুর উপজেলার নয়টি ইটভাটা মালিককে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ছয়টি ইটভাটার চুল্লি গুঁড়িয়ে দেয়া হয়।ঘাটাইলের মিশাল ব্রিকস মালিককে দুই লাখ, স্বর্ণা ব্রিকস-২, সুজন ব্রিকস, সিয়াম ব্রিকস মালিককে ছয় লাখ টাকা করে, কালিহাতী উপজেলার স্বর্ণা ব্রিকস ও একুশে ব্রিকস মালিককে ছয় লাখ টাকা করে এবং ভূঞাপুর উপজেলার কবির ব্রিকস, এসটিআর ব্রিকস, আঁখি ব্রিকস মালিককে ছয় লাখ টাকা করে জরিমানা করা হয়।অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান পরিবেশ অধিদপ্তর কর্মকর্তা মুজাহিদুল।

এ বিভাগের আরো খবর