দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় নিখোঁজের পাঁচ দিন পর বাড়ির পাশের পুকুর থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার বেলা ১১টায় চিরিরবন্দর উপজেলার ৯ নম্বর ইউনিয়নের বড় জিনাহার পুকুরে তার মরদেহ পাওয়া যায়।
তার নাম আবুল হোসেন (৬০)। বাড়ি ৯ নম্বর ভিয়াইল ইউনিয়নের রামপুর মহলবাড়ি এলাকায়।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার নিউজবাংলাকে জানান, ২৩ ডিসেম্বর বুধবার ভোরে বাড়ি থেকে বের হন আবুল হোসেন। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। রোববার এলাকাবাসী তার বাড়ির কাছে বড় জিনাহার পুকুরে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
ময়নাতদন্তের জন্য মরদেহটি দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে চিরিরবন্দর থানায় মামলা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।