পদোন্নতির দাবিতে গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষকরা অবস্থান কর্মসূচি পালন করেছেন।
ক্যাম্পাসে শহিদ মিনারের পাদদেশে শিক্ষক সমিতির ব্যানারে রোববার দুপুর ১২টা থেকে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি হয়।
এতে সভাপতিত্ব করেন বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি ড. হাসিবুর রহমান।
তিনি বলেন, ‘কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে। দাবি আদায়ের লক্ষ্যে ৩১ ডিসেম্বর পর্যন্ত দুপুর ১২টা থেকে এক ঘণ্টা শহিদ মিনারের পাদদেশে অবস্থান কর্মসূচি পালন করা হবে।’
দাবি আদায়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষক সমিতির সভাপতি।
শিক্ষক সমিতির সহ-সভাপতি বশির আহমেদ বলেন, যতদিন না প্রাপ্যতা ভিত্তিতে আপগ্রেডেশন কার্যকর না হবে, ততদিন অবস্থান চলবে।
বিশ্ববিদ্যালয়টিতে ১৬০ জন শিক্ষকের আপগ্রেডেশন দুই-তিন বছর ধরে আটকে আছে। দুই বছরের বেশি সময় শিক্ষকদের পদোন্নতির জন্য কোনো ধরনের রিজেন্ট বোর্ড হয়নি।