বাগেরহাটের শরণখোলা উপজেলার দোকানি জাহিদুল হত্যা মামলায় ফাঁসির আসামি মাসুম হাওলাদারকে ইন্টারপোলের মাধ্যমে ভারতের রাজধানী নয়াদিল্লী থেকে বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়েছে। তাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে।
রোববার দুপুরে জানতে চাইলে শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান নিউজবাংলাকে বলেন, শরণখোলা থানা-পুলিশের তথ্য অনুযায়ী বৃহস্পতিবার মাসুমকে ভারতের পুলিশ গ্রেপ্তার করে। পরে বিষয়টি বাংলাদেশ পুলিশকে অবহিত করে। গ্রেপ্তারের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে আসামিকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।
ওসি আরও জানান, এ ব্যাপারে আনুষ্ঠানিকতা সম্পন্ন না হওয়া পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা যাবে না।
উপজেলার নলবুনিয়া গ্রামের বাসিন্দা জাহিদুলকে ২০০৫ সালের ৬ জুন রাতে ফসলের মাঠে ডেকে নিয়ে হত্যা করা হয়। জাহিদুল নলবুনিয়া বাজারে মোবাইল ফোনের দোকান করতেন।
জাহিদুলের চাচাতো ভাই উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, গ্রেপ্তার মাসুম উপজেলার বাধাল গ্রামের বাসিন্দা। ২০১৩ সালে ওই হত্যা মামলায় পাঁচ জন আসামির মধ্যে শুধু মাসুমের বিরুদ্ধে ফাঁসির আদেশ দেয় আদালত। বাকি চার জন খালাস পান।
তিনি আরও বলেন, মাসুদ একটি সংঘবদ্ধ অপরাধ চক্রের সদস্য। তাকে গ্রেপ্তারের খবর শুনে তারা খুশি হয়েছেন।