নেত্রকোণার কেন্দুয়ায় অর্ধশত দেশীয় অস্ত্র (বল্লম) জব্দ করা হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে অস্ত্র তৈরীর কারিগরসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার রাতে উপজেলার চিরাং ইউনিয়নের চিথোলিয়া গ্রাম থেকে অস্ত্র জব্দ ও ওই দুই জনকে আটক করা হয়। পরে পুলিশের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।
রোববার নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহ নেওয়াজ।
গ্রেপ্তার দুই জন হলেন ওই গ্রামের আলাল উদ্দিন (৬০) ও মারুফ হাসান (২৭)।
ওসি শাহ নেওয়াজ জানান, কামার আলাল উদ্দিনকে একই গ্রামের মারুফ হাসান ও কেন্দুয়া পৌর শহরের চন্দগাতি এলাকার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর (স্বতন্ত্র) আব্দুল কাইয়ুম ভূঁইয়ার ভাই মুনসুর ভূঁইয়া বল্লম তৈরি করতে বলেন। আলাল উদ্দিন ৫০টি বল্লম তৈরি করেন। এ বল্লমগুলো রাতে সরবরাহ করা হবে এমন গোপন খবরের ভিত্তিতে আলাল উদ্দিনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় মুনসুর পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান। আলাল উদ্দিন ও মারুফ হাসানকে আটকের পাশাপাশি ৫০টি বল্লম জব্দ করা হয়।
শনিবার রাতেই পুলিশ বাদি হয়ে অস্ত্র আইনে মামলা করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্যের ভিত্তিতে ওসি শাহ নেওয়াজ জানান, দ্বিতীয় ধাপে কেন্দুয়া পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী বছরের ১৬ জানুয়ারি। এ নির্বাচন বানচাল ও প্রতিপক্ষের ওপর হামলার জন্যই অস্ত্রগুলো তৈরি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
গ্রেপ্তার দুই জনকে নেত্রকোণা জেলা বিচারিক আদালতে উপস্থিত করা হবে। পলাতক মুনসুরকে গ্রেপ্তারে অভিযান চালান হচ্ছে বলেও জানান ওসি।