ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে আরোহী কিশোর নিহত হয়েছে।
উপজেলার নাথপাড়া গ্রামে রোববার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পারভেজ হোসেন (১৫) নামের ওই কিশোর উপজেলার বিষ্ণুদিয়া গ্রামের ইকতিয়ার হোসেনের ছেলে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন জানান, মোটরসাইকেলে নানা বাড়ি থেকে মামার জন্য খাবার নিয়ে গ্রামের মাঠে যাচ্ছিল পারভেজ। পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে মোটরসাইকেলটি ধাক্কা খেলে গুরুতর আহত হয় সে।
ওসি আরও জানান, স্থানীয়রা পারভেজকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।