ময়মনসিংহের নান্দাইলে ১০ মাস বয়সী সন্তানকে পানিতে ফেলে হত্যার অভিযোগে মা স্বপ্না আক্তারকে আটক করেছে পুলিশ।
আটক ২২ বছর বয়সী স্বপ্না নান্দাইল উপজেলার বনাটি গ্রামের আবদুল কাইয়ুমের স্ত্রী। স্বপ্নার বাবার বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায়।
সন্তানকে পানিতে ফেলে দিয়ে হত্যার জন্য শিশুর বাবা আব্দুল কাইয়ুম স্ত্রী স্বপ্নাকে অভিযুক্ত করেছেন।
পুলিশ জানায়, শুক্রবার স্বপ্না তার বাবার বাড়ি কিশোরগঞ্জে যেতে চেয়েছিলেন। স্বামী কাইয়ুম তাকে যেতে বারণ করলে এ নিয়ে স্বামী-স্ত্রীর কথা কাটাকাটি হয়। রাতের খাবার খেয়ে দুজনই ঘুমিয়ে পড়েন। গভীর রাতে কাইয়ুমের ঘুম ভাঙলে তিনি দেখেন স্ত্রী সন্তান বিছানায় নেই। তাদের ঘরের বাইরে খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু রাতে কোথাও তাদের পাননি।
শনিবার ভোরে স্বপ্নার খোঁজে আশপাশে আত্মীয়-স্বজনদের বাড়িতে যান কাইয়ুম। এ সময় বাড়ির অন্য সদস্যরা বাড়ির পাশে পুকুরে মনিরার মরদেহ ভাসছে দেখেন। স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে বেলা ১২টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।
স্বপ্নাকে উপজেলার মেরেঙ্গা বাজার এলাকায় এলোমেলো ভাবে ঘোরাফেরা করতে দেখে আটক পুলিশে খবর দেয় স্থানীয় লোকজন। পুলিশ পরে স্বপ্নাকে থানায় নিয়ে যায়।
নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ বলেন, ‘পারিবারিক কলহ থেকে এটা ঘটতে পারে, এ ঘটনায় স্বপ্নাকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
‘একটি মামলা করা হবে। শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে শিশুটির শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই।’