ঢাকার সাভারের আশুলিয়ায় একটি নির্জন জঙ্গলের ভেতর থেকে মধ্যবয়সী অজ্ঞাত এক নারীর মাথাবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যায় আশুলিয়ার নিরিবিলি এলাকার একটি জঙ্গলে ওই নারীর বিবস্ত্র মরদেহ পাওয়া যায়।
প্রাথমিকভাবে হত্যার কারণ ও নিহতের পরিচয় পুলিশ নিশ্চিত করতে পারেনি।
পুলিশ জানায়, বিকেলে নিরিবিলি এলাকার নির্জন জঙ্গলের ভেতর মাথাবিহীন মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। সন্ধ্যায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম জিয়া নিউজবাংলাকে বলেন, ধারণা করা হচ্ছে, দুই/এক দিন আগে ওই নারীকে অন্যত্র হত্যার পর মাথাবিহীন মরদেহটি এখানে ফেলে যাওয়া হয়েছে। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে।