নারায়ণগঞ্জের রূপগঞ্জে মন্দিরের জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের আট জন আহত হয়েছেন।
শনিবার রাতে উপজেলার গোলাকান্দাইলের সাওঘাট ঋষিপাড়া এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, জমিটি ছিল গোকুল বাবু রায়ের নামে। কিন্তু সেটা দীর্ঘদিন ধরেই দখল করে রেখেছিল সাওঘাট এলাকার ব্যবসায়ী হাজী শের আলী ভূঁইয়া। পরে সেটি মনি ঋষিপাড়া পূজা উদযাপন কমিটির দখলে নেয়। সেই জমি নিয়ে শনিবার ঋষিপাড়া পূজা উদযাপন কমিটির সভাপতি বিদু ভূষন দাস ও হাজী শের আলীর লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান নিউজবাংলাকে জানান, শনিবার বিকেলে মন্দিরের জায়গা বাড়াতে তার পাশে বালু ফেলতে শুরু করেন ঋষিপাড়া পূজা উদযাপন কমিটির সভাপতি বিদু ভূষন দাস ও হিন্দু সম্প্রদায়ের লোকজন। এ সময় তাদের বালু ফেলতে বাধা দেন জমির আরেক দাবিদার হাজী শের আলী ও তার ছেলে দিন ইসলামসহ তাদের লোকজন। দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়।
তিনি জানান, সংঘর্ষে উভয় পক্ষের আট জন আহত হন। এ ঘটনায় মন্দির কমিটির সভাপতি বিদু ভূষন দাস মামলা করবেন।