বাসের চালক ও হেলপারকে লাঞ্ছিত করার প্রতিবাদে চার দিন বন্ধ থাকার পর শেরপুর থেকে ঢাকাগামী বাস চলাচল শুরু হয়েছে।
শনিবার বিকেলে এক সভা শেষে শেরপুর থেকে ঢাকাসহ সব বাস চালুর ঘোষণা দেন জেলা বাস-কোচ মালিক সমিতির সভাপতি ছানুয়ার হোসেন ছানু।মঙ্গলবার ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতির একটি বাসের চালক ও হেলপারকে লাঞ্ছিত করেন শেরপুরের শ্রমিকরা। এ ঘটনায় ময়মনসিংহের শ্রমিকরা শেরপুর থেকে ঢাকাগামী বাস শহরের শম্ভুগঞ্জ সেতু এলাকায় আটকে দেন। এসময় তারা শেরপুরের শ্রমিকদের মারধর করেন বলেও অভিযোগ ওঠে। এর প্রতিবাদে শেরপুর-ঢাকা বাস চলাচল বন্ধ করে দেয় শেরপুর জেলা মালিক সমিতি। শম্ভুগঞ্জে শ্রমিক মারধরের ঘটনায় ছয় জনকে আসামি করে মামলাও করেন তারা।
শুক্রবার রাতে ওই মামলায় চার জনকে গ্রেপ্তার করে পুলিশ। এরপরেই শনিবার দুপুরে বাস চলাচল শুরুর ঘোষণা দেয় সমিতি।সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুজিত ঘোষ বলেন, ‘শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় বাস বন্ধ রাখা হয়েছিল। আসামীদের চার জনকে গ্রেপ্তারের পর বাস চলাচল স্বাভাবিক হয়েছে।’