মানিকগঞ্জে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান আব্দুল কাদেরের বিরুদ্ধে বিচারপ্রার্থী গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় শুক্রবার রাতে মানিকগঞ্জ সদর থানায় মামলা করেছেন ওই নারী।
মামলায় বলা হয়,গত ১৪ ডিসেম্বর দুপুরে স্বামীর সঙ্গে ঝগড়া হয় ওই গৃহবধূর। সন্ধ্যার দিকে স্বামীর বিচার চাইতে ইউনিয়ন পরিষদে যান তিনি। পরে তাকে বাড়িতে নিয়ে ধর্ষণ করেন চেয়ারম্যান। মানসম্মানের ভয়ে প্রথমে মামলা করতে না চাইলেও পরে পরিবারের লোকজনের সাথে কথা বলে মামলা করার সিদ্ধান্ত নেন তিনি।
অভিযুক্ত আব্দুল কাদের নিউজবাংলাকে বলেন, ‘ওই গৃহবধূ কাজের জন্য আমার বাড়িতে আসেন এবং ওই রাতে বাড়ি থেকে ৪৫ হাজার টাকা চুরি হয়ে যায়। পরে পুলিশের মাধ্যমে তাকে ধরে আনা হয়। চুরির সঙ্গে সম্পৃক্ততা না মেলায় পরে তাকে নিয়ে যায় তার দেবর।
প্রতিপক্ষের লোকজন তার সম্মানহানি করতে ওই গৃহবধূকে দিয়ে মিথ্যা মামলা করিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খাঁন বলেন, শুক্রবার রাতে মামলার পর আসামিকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।