মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মুজিব শতবর্ষ উপলক্ষে আশ্রয়ন প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ প্রকল্প-২ উদ্বোধন করা হয়েছে। এর আওতায় ঘর পাচ্ছে ২৭টি পরিবার।
শনিবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের মোহাজরোবাদে প্রকল্পের উদ্বোধন করেন সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহীদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, শ্রীমঙ্গলের সদর ইউনিয়নের চেয়ারম্যান ভানু লাল রায়, পুলিশ পরিদর্শক (তদন্ত) হুমায়ুন আহমেদসহ অনেকে।
এ ছাড়া শ্রীমঙ্গল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবার পুনর্বাসনের লক্ষ্যে উপজেলা টাস্কফোর্স কমিটির সভা হয়েছে। সভায় জেলা প্রশাসক নাহিদ আহসান সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন উপাধ্যক্ষ আব্দুস শহীদ।
উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রেম সাগর হাজরা, সহকারী কমিশনার (ভূমি) নেছার আহমেদ, পুলিশ পরিদর্শক (তদন্ত) হুমায়ুন আহমেদ, সিলেট স্বাস্থ্য বিভাগের সাবেক বিভাগীয় পরিচালক ডা. হরিপদ রায়, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাজ্জাদ হোসেন চৌধুরীসহ অনেকে।