বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিলে নীল জ্যাকেট পরা নারীর মরদেহ

  •    
  • ২৬ ডিসেম্বর, ২০২০ ২০:২৬

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার সকালে তুলাগাঁও সাবের পুকুরপাড় উত্তর পূর্ব কোনে বিলে কচুরিপানার স্তুপে ওই নারীর মৃতদেহ দেখা যায়। তার পরনে নীল জ্যাকেট, গায়ের ওপর চটের বস্তা ও পায়ে স্যান্ডেল ছিল। লাশের পাশে পড়ে ছিল একটি মগ।

কুমিল্লা দেবিদ্বারে বিল থেকে হাসনেয়ারা বেগম নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার দুপুর ২টার দিকে উপজেলার সুলতানপুর ইউনিয়নের তুলাগাঁও সাবের পুকুরপাড় গ্রাম থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। হাসনেয়ারা ওই গ্রামের আবুল হাসেমের স্ত্রী।পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার সকালে তুলাগাঁও সাবের পুকুরপাড় উত্তর পূর্ব কোনে বিলে কচুরিপানার স্তুপে ওই নারীর মৃতদেহ দেখা যায়। তার পরনে নীল জ্যাকেট, গায়ের ওপর চটের বস্তা ও পায়ে স্যান্ডেল ছিল। লাশের পাশে পড়ে ছিল একটি মগ।

হাসনেয়ারার বড় মেয়ে সেলিনা আক্তার মরদেহ শনাক্ত করে বলেন, 'বাবা আবুল হাসেম ১২ বছর আগে আরেকটি বিয়ে করেন। এ নিয়ে তার মায়ের সঙ্গে কলহ ছিল।

'চার ভাইকে বাবা সিলেট নিয়ে যান। আমার বিয়ে হয়ে গেলে মা বাড়িতে একাই থাকতেন। ভাইদের দেয়া অর্থেই মায়ের ভরণ-পোষণ চলত।'

প্রতিবেশীরা জানান, ওই নারী একা থাকতেই পছন্দ করতেন। শুক্রবার বিকেলের পর তাকে আর এলাকায় কেউ দেখে নি। হাসেমের দ্বিতীয় সংসারে এক ছেলে এক মেয়ে।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আনোয়ার বলেন, 'লাশ থেকে কীটনাশকের গন্ধ পাওয়া গেছে। মনে হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। ওই নারীর মৃতদেহ রোববার কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তের পর জানা যাবে এটা হত্যা, আত্মহত্যা নাকি স্বাভাবিক মৃত্যু।'

এ বিভাগের আরো খবর