পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শফিকুল ইসলাম বলেন, ‘সম্প্রতি মন্দিরার স্বামী আরেকটি বিয়ে করেন। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই কলহ লেগে থাকত। বিকেলে চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দেন তিনি।’
স্বামী দ্বিতীয় বিয়ে করায় হবিগঞ্জে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন এক অন্তঃসত্ত্বা নারী।
শনিবার বিকেলে মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নারীর নাম মন্দিরা সাওতাল। তিনি উপজেলার সুরমা চা বাগানের শ্রমিক ছিলেন।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শফিকুল ইসলাম বলেন, ‘সম্প্রতি মন্দিরার স্বামী আরেকটি বিয়ে করেন। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই কলহ লেগে থাকত।’
তিনি বলেন, ‘শনিবার বিকেলে চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দেন ওই নারী। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।’
পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে বলেও জানান তিনি।