বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সাংবাদিকের বাড়িতে হামলা, গ্রেপ্তার ৪

  •    
  • ২৬ ডিসেম্বর, ২০২০ ১৯:২৪

গেল ৫ ডিসেম্বর বাসাবাড়িতে হামলার অভিযোগে ১৪ জনকে আসামি করে মামলা হয়। এজাহারে বলা হয়, পূর্ব শত্রুতার জেরে হামলা করে ২৫ থেকে ৩০ জন। এ সময় বাসায় থাকা নারীদের লাঞ্ছিত করা হয়। মারধর করা হয় এক জনকে। ভাঙচুর করা হয় বাড়ির গেট। নষ্ট করা হয় জমির ফসল।

একটি বেসরকারি টেলিভিশনের নিজস্ব সংবাদদাতা মিজান রহমানের গ্রামের বাড়িতে হামলার অভিযোগে করা মামলায় চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. রুবেল, মনসুর প্রামানিক, আব্দুল মজিদ ওরফে বাবলু ও আজাদ হোসেন। শুক্রবার অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গেল ৫ ডিসেম্বর বসতবাড়িতে হামলার অভিযোগে ১৪ জনকে আসামি করে মামলা হয়। এজাহারে বলা হয়, পূর্ব শত্রুতার জেরে হামলা করে ২৫ থেকে ৩০ জন। এ সময় বাসার নারীদের লাঞ্ছিত করা হয়। মারধর করা হয় এক স্বজনকে। ভাঙচুর করা হয় বাড়ির গেট। নষ্ট করা হয় জমির ফসল।

দুই দশক আগেও সংবাদদাতা মিজানের বাড়িতে ডাকাতি মামলার প্রধান আসামি ছিলেন আব্দুল মজিদ। ওই সময় শুধু জমিজমার দলিলের বাক্সটি নিয়ে যায় ডাকাতরা। ভুক্তভোগীদের ধারণা, সে সময় দলিল না পেয়ে জমি জোর করে ছিনিয়ে নেয়ার চেষ্টা করছে অভিযুক্তরা।

মামলার বাদী আহসান হাবিব জানিয়েছেন, মামলার অন্য আসামিরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করছেন।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুস্তাক আহমেদ জানান, বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। দ্রুতই তাদের গ্রেপ্তার করে আদালতে হাজির করা হবে।

এ বিভাগের আরো খবর