ভাঙ্গা থেকে রাজবাড়ীগামী লোকাল ট্রেন তাকে তার ওপর দিয়ে চলে যায়। তিনি ট্রেনে কাটা পরে ঘটনাস্থলেই মারা যান।
ফরিদপুরের ভাঙ্গায় ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
শনিবার সকালে উপজেলার নাজিরপুর মোল্লাপাড়ায় এ ঘটনা ঘটে।
৮০ বছর বয়সের নিহত ফজিরন নেছার বাড়ি ভাঙ্গা উপজেলার হামেরদী গ্রামে। তিনি গ্রামের মানিক মোল্লার স্ত্রী।
রাজাবাড়ী রেল পুলিশের উপপরিদর্শক মুনিরুজ্জামান জানান, ভাঙ্গা-পুখুরিয়ার মাঝে নাজিরপুর মোল্লাপাড়ায় রেললাইন পার হচ্ছিলেন ফজিরন। ভাঙ্গা থেকে রাজবাড়ীগামী লোকাল ট্রেন তাকে তার ওপর দিয়ে চলে যায়। তিনি ট্রেনে কাটা পরে ঘটনাস্থলেই মারা যান।
পুলিশ কর্মকর্তা মুনিরুজ্জামান আরও জানান, পরিবারের কাছে বৃদ্ধার মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।