নরসিংদীর ঝংকার সিনেমা হলের ভেতর থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার বেলা আড়াইটার দিকে ১৭ বছরের আকাশের মরদেহ উদ্ধার করে পুলিশ। তার বাড়ি রায়পুরা উপজেলার খানাবাড়ি এলাকায়।
মাধবদী থানার ওসি সৈয়দুজ্জামান নিউজবাংলাকে বলেন, বেলা সাড়ে ১২টার দিকে পাঁচদোনা মোড় এলাকায় ওই সিনেমা হলের ভেতরে আকাশের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। সুরতহাল প্রতিবেদন শেষে মরদহে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আকাশের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ভারী ধাতব কোনো বস্তু দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
নিহতের পরিবার সূত্র জানা যায়, আকাশ পাঁচদোনা এলাকা থেকে পরিত্যক্ত প্লাস্টিক সামগ্রী সংগ্রহ করে টঙ্গীতে বিক্রি করত। শুক্রবার সন্ধ্যায়ও তাকে পাঁচদোনা মোড়ে পরিত্যক্ত বোতল ও প্লাস্টিক সামগ্রী কুড়াতে দেখেছে স্থানীয়রা।