শরীয়তপুরে সুরেশ্বর দরবার শরীফ সুরক্ষা প্রকল্প বাঁধে আকস্মিক ধসে ৫০ মিটার নদীতে বিলীন হয়েছে। এ ছাড়া বাঁধের বিভিন্ন অংশে দেখা দিয়েছে ফাটল। এতে আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, রাত থেকেই ধস দেখা দেয় বাঁধে। এতে বাঁধের কয়েকটি অংশ ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া কিছু অংশে ফাটল দেখা দিয়েছে। তীব্র স্রোতে বাঁধের নিচের অংশের বালু সরে যাওয়ায় এমনটা হতে পারে বলে মনে করছেন প্রকৌশলীরা।এ বছর বর্ষার সময় বাঁধটি কয়েক ধাপে ক্ষতিগ্রস্ত হয়। এ কারণে ৫৮ কোটি টাকা ব্যয়ে পুরো সাড়ে ৮০০ মিটার বাঁধের টেন্ডার আহ্বান করা হয়েছে। টেন্ডার মূল্যায়ন পর্যায়ে রয়েছে। ঠিকাদার নিয়োগ হলেই আগামী মাস থেকে পুরো বাঁধের সংস্কার কাজ শুরু হবে।সুরেশ্বর দরবার শরীফ রক্ষায় ২০১১-১২ অর্থবছরে ২৩ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে ৯০০ মিটারের এই বাঁধ নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড।পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস এম আহসান হাবিব নিউজবাংলাকে জানান, বর্ষার সময় এই চ্যানেল দিয়ে পানির তীব্র স্রোত ছিল। সে কারণেই বাঁধের নিচের অংশের বালু সরে যায়। এর ফলে কয়েক ধাপে বাঁধের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়। বিষয়টি বিবেচনায় নিয়ে পুরো সাড়ে ৮০০ মিটার বাঁধের জরিপ করে প্রকল্প জমা দেয়া হয়। প্রকল্পটি পাসও হয়েছে।
শুকনো মৌসুমের মধ্যেই বাঁধের সংস্কার কাজ শেষ করা যাবে বলে জানিয়েছেন তিনি।