মাগুরায় পাঁচ শতাধিক হতদরিদ্রের মধ্যে কম্বল বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংস্থা সময় ফাউন্ডেশন।
শনিবার সকাল ১০টার দিকে শেখ কামাল ইনডোর স্টেডিয়ামে মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কম্বল বিতরণ করেন।
কম্বল পাওয়া শেখ জাফর বলেন, ‘গেল দুই সপ্তাহ ধইরে ছাওয়াল-পাওয়াল নিয়ে খুব কষ্টে আছি। যে শীত, তাতে এই কম্বল আমাগের খুব কাজে লাগবেনে।’
কম্বল পাবেন বলে নাতিকে সঙ্গে নিয়ে আসেন ৫৫ বছর বয়সী ছুনু বেগম। নাতিকে দেখিয়ে তিনি বলেন, ‘তার জন্য একটা কম্বল দরকার। শীতে ওর খুব কষ্ট হয় ঘুমাতি।’
কম্বল বিতরণের পাশাপাশি সময় ফাউন্ডেশনের উদ্যোগে একই জায়গায় ফ্রি আই ক্যাম্পের উদ্বোধন করেন শিখর।
এ সময় ক্যাম্পে চিকিৎসা সেবা দেন চক্ষু বিশেষজ্ঞ ডা. শাহেদ হায়দার চৌধুরী। দিনব্যাপী ক্যাম্পে ৫০ জন হতদরিদ্রকে বিনা মূল্যে চোখ সেবাদান ও ওষুধ বিতরণ করা হয়।
সময় ফাউন্ডেশনের সভাপতি ইমরান চৌধুরী নিউজবাংলাকে বলেন, ‘প্রতি বছর শীতে বহু মানুষ কষ্টে থাকে। তাদের জন্য আমাদের দায় আছে। তাই এ আয়োজন।’
এ সময় মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খানসহ রাজনৈতিক ব্যক্তিত্ব ও ফাউন্ডেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।