কিশোরগঞ্জের ইটনা উপজেলায় দুই গ্রামের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধ শতাধিক।
উপজেলার মৃগা ইউনিয়নের শান্তিপুর ও প্রজারকান্দা গ্রামের বাসিন্দাদের মধ্যে শনিবার সকাল নয়টার দিকে প্রায় এক ঘণ্টা ধরে সংঘর্ষ চলে।
নিহত দুই জন হলেন শান্তিপুর গ্রামের মিরাজ মিয়া ও প্রজারকান্দা গ্রামের বাদল মিয়া।
ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুর্শেদ জামান নিউজবাংলাকে জানান, শুক্রবার শান্তিপুর ও প্রজারকান্দার মাঝামাঝি আমিরগঞ্জ বাজারে টেম্পো স্টেশনে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে শান্তিপুর গ্রামের সাহাবউদ্দীন মেম্বারের ভাতিজা জুলহাসের সঙ্গে প্রজারকান্দা গ্রামের অটোরিকশাচালক আতাবুর মিয়ার কথা কাটাকাটি হয়।
শুক্রবার রাতে আমিরগঞ্জ বাজারে এ বিষয়ে সালিশ বসে। সেখানে বিষয়টির মীমাংসা না হয়ে দুই পক্ষের মধ্যে আবারও তর্কাতর্কি হয়। এক পর্যায়ে আতাবুরকে মারধর করে জুলহাস।
ওসি আরও জানান, শুক্রবারের ঘটনার জেরেই সংঘর্ষ। এদিন দুই গ্রামের অন্তত দুই হাজার নারী-পুরুষ দা, বল্লম, ট্যাটাসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়।
কিশোরগঞ্জের ইটনায় সংঘর্ষে নিহত প্রজারকান্দা গ্রামের বাদল মিয়া। ছবি: নিউজবাংলা
জায়গাটি প্রত্যন্ত এলাকা হওয়ায় পুলিশের পৌঁছাতে দেরি হয়। মরদেহ উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায় পুলিশ। আহতদের কিশোরগঞ্জ এবং হবিগঞ্জের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
এ ঘটনায় এখনও মামলা হয়নি, আটক হননি কেউ।