রংপুরে ইজিবাইক চালককে পিটিয়ে হত্যার অভিযোগে পুলিশ সদস্য ও তার স্ত্রীর শাস্তির দাবিতে ধর্মঘট চলছে।
শনিবার সকাল ছয়টা থেকে শুরু হওয়া ধর্মঘট চলবে দুপুর দুইটা পর্যন্ত।
এ ধর্মঘটের ডাক দিয়েছে রংপুর জেলা ও মহানগর ব্যাটারিচালিত রিকশা ভ্যান জাতীয় শ্রমিক পার্টি।
সকাল সাড়ে ১০টার দিকে নগরীর শাপলা চত্বর এলাকায় একটি প্রতিবাদ সমাবেশ করে তারা।
রংপুরের সাত মাথা, পার্ক মোড়, মডার্ন মোড়, মেডিক্যাল মোড়, টার্মিনাল, সাহেবগঞ্জসহ নগরীর প্রবেশদ্বারগুলোতে অবস্থান নিয়েছেন চালকরা। ফলে কোনো অটোরিকশা নগরীতে প্রবেশ করতে পারছে না; বের হতেও পারছে না।
আরও পড়ুন: নৃশংসভাবে হত্যা: সস্ত্রীক আটক পুলিশ কনস্টেবল
জাতীয় মোটর শ্রমিক পার্টির সভাপতি আকবর আলী নিউজবাংলাকে বলেন, ‘অটোচালক নাজমুলকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে পুলিশ সদস্য হাসান আলী। আমরা ওই পুলিশের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
সাধারণ সম্পাদক শ্যামল বাবু বলেন, ‘পুলিশ সদস্য হাসান আলীর শাস্তি না হলে একের পর এক কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। তাই মামলা ভিন্ন খাতে না নিয়ে অভিযুক্তর যেন শাস্তি হয় সে বিষয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা চাই।’
সমাবেশে আরও বক্তব্য দেন মহানগর মটর শ্রমিক পার্টির সভাপতি হামিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আতোয়ার আহমেদসহ অনেকে।
গত বুধবার নগরীর পার্ক মোড় কোর্ট পাড়া এলাকায় পুলিশ সদস্য হাসান আলী ও তার স্ত্রী সাথী বেগম চুরির অপবাদ দিয়ে প্রতিবন্ধী অটোচালক নাজমুল হাসানকে পিটিয়ে হত্যা করেন। ওই দিনই এ ঘটনায় অভিযুক্ত হাসান ও তার স্ত্রীকে গ্রেপ্তার করে পুলিশ।