হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থীর সভায় আওয়ামী লীগ নেতার সভাপতিত্ব করা নিয়ে বেশ আলোচনার সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় ওই আওয়ামী লীগ নেতা এবং তার ছেলেকে দল থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে।
শুক্রবার রাত ১০টার দিকে উপজেলা আওয়ামী লীগের এক বর্ধিত সভায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়।
দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে বিএনপি প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগে তাকে অব্যাহতি দেয়া হয়েছে বলে জানান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী।
তিনি নিউজবাংলাকে জানান, নবীগঞ্জ পৌরসভা নির্বাচন উপলক্ষে ১৯ ডিসেম্বর বিএনপির মেয়র প্রার্থী আলহাজ ছাবির আহমেদ চৌধুরী ৬ নম্বর ওয়ার্ডে এক মতবিনিময় সভা করেন। ওই সভায় সভাপতিত্ব করেন ওই ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি আফরোজ মিয়া চৌধুরী। সভায় সার্বিক সহযোগিতা করেন আফরোজ মিয়ার ছেলে ওয়ার্ড আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরী কনু।
এ ব্যাপারে আফরোজ মিয়া বলেন, ‘আমি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির বাইরেও গ্রাম পঞ্চায়েতের সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করছি। এ ছাড়া বিএনপির প্রার্থী আমার গ্রামের লোক। যে কারণে গ্রাম পঞ্চায়েতের সভাপতি ও প্রবীণ হিসেবে সভায় সভাপতিত্ব করছি।’