শেরপুরের নকলায় সপ্তম শ্রেণির ছাত্রীকে বিয়ে পরানোর দায়ে কাজী ও বরের মাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
উপজেলার পাঠাকাটা ইউনিয়নের পাঠাকাটা গ্রামে শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মুহাম্মদ ফয়েজ মিল্লাত জানান, প্রায় দেড় মাস আগে ইউনিয়নের বহুর্দী গ্রামের ২০ বছর বয়সী রাজু মিয়ার সঙ্গে পারিবারিকভাবে পাঠকাটা গ্রামের ওই স্কুলছাত্রীর গোপনে মৌখিক বিয়ে হয়।
এলাকায় ঘটনা জানাজানি হলে শুক্রবার রাতে রাজুর বাড়িতে পাঠানো হয় ওই স্কুলছাত্রীকে। সেখানে স্থানীয় ঝিকরুল কাজীর সহকারী আবু বক্কর সিদ্দিককে ডেকে তাদের বিয়ে নিবন্ধন করা হয়।
ইউপি চেয়ারম্যান আরও জানান, এলাকার কিছু সচেতন লোক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুর রহমানকে এ খবর জানান।
খবর পেয়েই ইউপি চেয়ারম্যান ফয়েজ ও নকলা থানার এসআই আবদুস সাত্তারের সহযোগিতায় রাজুর বাড়িতে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী বিচারক ও ইউএনও জাহিদুর। রেজিস্ট্রি বইসহ হাতেনাতে ধরা হয় কাজীকে। সেখানেই বাল্যবিয়ে নিরোধ আইনে রাজুর মা ও কাজী আবু বক্করকে ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।
ইউএনও জাহিদুর বলেন, ২০১৮ সালের ৩০ এপ্রিল থেকে নকলাকে বাল্যবিয়ে মুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করা হয়। সুতরাং এই উপজেলায় এ ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়।