মাগুরার মহম্মদপুর উপজেলায় স্বামীর লাঠির আঘাতে ঘটনাস্থলেই স্ত্রী নিহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় উপজেলার বাবুখালি ইউনিয়নের রায়পুর গ্রামে এ ঘটনার পর থেকে স্বামী জিয়া মুন্সীসহ বাড়ির সবাই পলাতক রয়েছেন। নিহত গৃহবধুর নাম মনিরা খাতুন।
স্থানীয়দের বরাত দিয়ে বাবুখালী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই ফরহাদ জানান, রায়পুর গ্রামের হারুন মুন্সীর ছেলে কৃষিশ্রমিক জিয়ার সঙ্গে চার মাস আগে পাশের দাতিয়াদাহ গ্রামের আরিফ মোল্যার মেয়ে মনিরার বিয়ে হয়। বিয়ের পর থেকে ‘নানা বিষয়’ নিয়ে তাদের ঝগড়া হতো। শুক্রবার সন্ধ্যায় ঝগড়ার এক পর্যায়ে জিয়া চেরাই কাঠ দিয়ে মনিরার মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মনিরা মারা যান।
মনিরার বাবা আরিফের অভিযোগ, বিয়ের পর থেকেই তার মেয়েকে মারধর করতেন জিয়া। শুক্রবার সকালেও তিনি ফোন করে মেয়েকে বাড়ি নিয়ে যেতে বলেছিলেন।
‘মেয়ে একবার বলেছিল জিয়া যৌতুকের জন্য চাপ দেয়। এ নিয়ে এর আগেও মারধর করেছে আমার মেয়েকে। আমি জিয়ার শাস্তি চাই’, বলেন মনিরার বাবা।
মহম্মদপুর থানার ওসি তারক বিশ্বাস নিউজবাংলাকে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের আটকের চেষ্টা চলছে।