নওগাঁর মান্দা উপজেলায় ১০৭ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব।
আটক দুই জন হলেন, লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার তালুক শাকতি গ্রামের মহুবার ও একই উপজেলার ভোটমারী গ্রামের হাফিজুল রহমান।
শুক্রবার রাতে র্যাব-৫ এক বিজ্ঞপ্তিতে জানায়, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার দুপুরে মান্দা উপজেলার ফতেপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি পিকআপ ভ্যানে তল্লাশি করা হয়। এ সময় পিকআপ ভ্যানে থাকা দুইটি পানির ট্যাংকের ভেতর থেকে ১০৭ কেজি গাঁজা জব্দ করা হয়।
১০৭ কেজি গাঁজাসহ গ্রেপ্তার দুই জন। ছবি: নিউজবাংলা
র্যাব জানায়, তাদের কাছ থেকে এ সময় জব্দ করা হয় দুটি মোবাইল ফোন, তিনটি সিম কার্ড, দুইটি পানির ট্যাংক, পাঁচ পিস পাইপ।
আটক দুই মাদক কারবারির নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মান্দা থানায় মামলা করা হয়েছে। এরপর তাদের গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
মান্দা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সিদ্দিকুর রহমান জানান, র্যাব আটকদের মান্দা থানায় সোপার্দ করেছে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। শনিবার আদালতের মাধ্যমে তাদের জেল-হাজতে পাঠানো হবে।