চট্টগ্রামের রাউজানে কুকুর মারতে গিয়ে নিজের গুলিতে প্রাণ হারিয়েছেন কোববাত হোসেন নামে এক প্রবাসী।
শুক্রবার বিকেল ৫টার দিকে রাউজানের পূর্ব গুজরা বড়ঠাকুরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
৪৮ বছর বয়সী কোববাত হোসেন ওই এলাকার বেলাল হোসেনের ছেলে। তিনি সংযুক্ত আরব আমিরাতে থাকতেন। তিন মাস আগে দেশে ফেরেন।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, পূর্ব গুজরা বড়ঠাকুরপাড়া এলাকায় নিজের নামে লাইসেন্স করা অস্ত্র দিয়ে গুলি করে কুকুর মারতে গিয়ে গুলিবিদ্ধ হন কোববাত হোসেন। পরে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও বলেন, প্রবাস থেকে ফিরে কোববাত হোসেন তার নামে লাইসেন্স করা বন্দুকটি থানা থেকে নিয়ে যান। তার বন্দুকটি দুই নলা। ঘটনার পর বন্দুকটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্ত শেষে কোববাত হোসেনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
প্রাবাসীর গুলিতে কুকুরটিও মারা গেছে বলেও জানান ওসি।