বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নাটোরে স্তুতি, কীর্তনে যীশুকে স্মরণ

  •    
  • ২৫ ডিসেম্বর, ২০২০ ২১:০১

বনপাড়া চার্চের প্রধান ধর্মীয় গুরু শিশির গ্রেগরি প্রার্থনা অনুষ্ঠান পরিচালনা করেন। ভক্তিমূলক গানের মধ্য দিয়ে শুরু হয় প্রার্থনা। প্রার্থনা শেষে উপস্থিত সবাইকে প্রসাদ বিতরণ করা হয়।

স্তুতি ও কীর্তনের মধ্য দিয়ে যীশুকে স্মরণ করেছেন নাটোরের খ্রিষ্টান ধর্মাবলম্বীরা। উৎসবমুখর পরিবেশে সম্প্রদায়টির সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন পালন হয়েছে।

এবার নাটোরের ছোট-বড় মিলিয়ে ২৩টি গির্জায় বড়দিন উপলক্ষে প্রার্থনার আয়োজন করা হয়।

শুক্রবার জেলার সবচেয়ে বড় ক্যাথলিক চার্চ বনপাড়া চার্চে ঘণ্টার ধ্বনি শুনে দলে দলে গির্জায় আসতে শুরু করেন খ্রিষ্টান ধর্মাবলম্বীরা। পরে চার্চে স্তুতি ও কীর্তনের মাধ্যমে যীশুকে স্মরণ করেন তারা।

বনপাড়া চার্চের প্রধান ধর্মীয় গুরু শিশির গ্রেগরি প্রার্থনা অনুষ্ঠান পরিচালনা করেন। ভক্তিমূলক গানের মধ্য দিয়ে শুরু হয় প্রার্থনা। প্রায় ঘণ্টাব্যাপী প্রার্থনা শেষে পরিবার পরিজন নিয়ে তারা অংশ নেন নানা আয়োজনে। প্রার্থনা শেষে উপস্থিত সবাইকে প্রসাদ বিতরণ করা হয়।

গীর্জাগুলোতে বিশেষ উপাসনা, শিশুদের দীক্ষা প্রদান, কীর্তন অনুষ্ঠান, বাড়িতে বাড়িতে পিঠা বৈঠকসহ নানা রকম আনুষ্ঠানিকতা ছিল এবারের বড়দিনে।

দিনব্যাপী আয়োজনে ধর্ম পল্লির মানুষজেন অংশ নেন চার্চ চত্ত্বরে কীর্তন প্রতিযোগীতায়। কীর্তন শেষে খ্রিষ্টান সম্প্রদায়ের লোকজন নেচে গেয়ে আনন্দ উল্লাস করে।

বনপাড়া চার্চের প্রধান ধর্মীয় গুরু শিশির গ্রেগরি জানান, বড়দিনের উৎসব সারা বিশ্বে একযোগে পালিত হচ্ছে। যীশুর ভক্তরা তার কাছে প্রর্থনা করছেন যেন করোনা মহামারি থেকে সবাই সুস্থ থাকতে যীশুর আশির্বাদ লাভ করেন। সব পরিবারে যেন যীশু জন্ম নেন এবং সবার মনে যেন শিশু যীশু বিরাজ করেন।

এ বিভাগের আরো খবর