রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে অনির্দিষ্টকালের জন্য ডাকা ধর্মঘট প্রত্যাহার করে কাজে যোগ দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা।
শুক্রবার সন্ধ্যা পৌনে সাতটায় তারা কাজে যোগ দিয়েছেন বলে নিউজবাংলাকে জানিয়েছেন ইন্টার্ন চিকিৎসক অ্যাসোসিয়েশনের সভাপতি রিদসানুল ইসলাম।
তিনি বলেন, ‘আমাদের দাবী অনুযায়ী হাসপাতাল কর্তৃপক্ষ একটি বৈঠকের আয়োজন করে। ওই বৈঠকে আমরা নিরাপত্তাসহ সব বিষয়ে আলোচনা তুলেছি। পরে উভয় পক্ষের আলোচনা শেষে বিষয়টি নিষ্পত্তি হয়েছে।’
বৃহস্পতিবার দুপুরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে করনারী কেয়ার ইউনিটে রোগীর ছাড়পত্র দেয়া নিয়ে ইন্টার্ন চিকিৎসক দিলারা পারভীন দোলার সঙ্গে চতুর্থ শ্রেণির কর্মচারী শহিদুলের কথা কাটাকাটি হয়। শহিদুলের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভোগার অভিযোগ এনে মধ্য রাত থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট কর্মসূচি পালন শুরু করেন ইন্টার্ন চিকিৎসকরা।
শুক্রবার সমঝোতা বৈঠকে উপস্থিত ছিলেন রংপুর সদর আসনের সংসদ সদস্য সাদ এরশাদ, হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক রোস্তম আলী, ইন্টার্ন চিকিৎসক নেতা ও চতুর্থ শ্রেণি কর্মচারী ইউনিয়নের নেতারা।
বৈঠক শেষে হাসপাতালের পরিচালক রোস্তম আলী নিউজবাংলাকে বলেন, ‘বিষয়টি নিয়ে আমি এমপি মহোদয়কে জানিয়েছিলাম। তিনি সন্ধ্যায় হাসপাতালে এসে উভয় পক্ষের সঙ্গে কথা বলেছেন। বিষয়টি মুলত ভুল বোঝাবুঝি। এরপর ইন্টার্ন চিকিৎসকরা কাজে যোগ দিয়েছেন।’