বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নওগাঁয় সীমিত পরিসরে বড়দিন উদযাপন

  •    
  • ২৫ ডিসেম্বর, ২০২০ ২০:৪০

চার্চ সম্পাদক রিচার্ড বাপ্পী বাড়ই বলেন, ‘খ্রিষ্টধর্মের প্রবর্তক যীশুখ্রিষ্ট এ দিনে বেথেলহামে জন্মগ্রহণ করেন। খ্রিষ্টধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, সৃষ্টিকর্তার মহিমা প্রচার এবং মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতে এ ধরায় প্রভু যীশুর আগমন ঘটেছিল।

করোনাভাইরাসের কারণে বড়দিনের উৎসব সীমিত আকারে উদযাপন করছেন নওগাঁর খ্রিষ্টান ধর্মালম্বীরা। বড়দিন উপলক্ষে নওগাঁর চকরামপুর সেন্ট মার্ক চার্চ গির্জায় নানা কর্মসূচির আয়োজন করা হয়।

নওগাঁয় এ বছর ১৮৬টি উপাসনালয়ে বড়দিন উদযাপন হচ্ছে। বড়দিন উপলক্ষ্যে আলোকসজ্জা করা হয়েছে পুরো চার্চ এলাকাকে।

চকরামপুর সেন্ট মার্ক চার্চে শুক্রবার সকাল ৯টার দিকে প্রার্থনার মধ্যে দিয়ে বড়দিন পালনের কর্মসূচি শুরু হয়। এরপর কেক কাটা ও শেষে শিশুদের মধ্যে উপহার বিতরণ করা হয়।

চার্চ সম্পাদক রিচার্ড বাপ্পী বাড়ই বলেন, ‘খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন। খ্রিষ্টধর্মের প্রবর্তক যীশুখ্রিষ্ট এ দিনে বেথেলহামে জন্মগ্রহণ করেন। খ্রিষ্টধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, সৃষ্টিকর্তার মহিমা প্রচার এবং মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতে এ ধরায় প্রভু যীশুর আগমন ঘটেছিল।

‘করোনাভাইরাসের সংক্রমণের কারণে অন্য বছরের মতো এবার বড়দিনে থাকছে না উৎসব। ধর্মীয় আচার ও প্রার্থনার মাধ্যমে পালিত হচ্ছে বড়দিন।’

তিনি আরও বলেন, ‘সরকারের বিধি-নিষেধ অনুযায়ী কোভিড-১৯ এর কারণে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। নির্দেশনা মেনে এবার সীমিত পরিসরে আমরা বড়দিন উদযাপন করছি।’

এ বিভাগের আরো খবর