সাভারে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাত-উল-মুজাহিদীন (জেএমবি) বাংলাদেশের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
তারা হলেন রাজবাড়ীর সদর থানার নিজপাড়া গ্রামের আহসান হাবিব ও ঠাকুরগাঁওয়ের আলমগীর হোসেন।
বৃহস্পতিবার বিকেলে সাভারের ওলাইল ও আশুলিয়ার জিরাবোর পুকুরপাড় থেকে তাদের আটক করে র্যাব-৩। রাতেই সাভার মডেল থানায় সোপর্দ করে তাদের বিরুদ্ধে মামলা করা হয়।
এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার দুপুরে ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতে তাদের সাত দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ।
এজাহারে বলা হয়েছে, জেএমবির এক সদস্য সাভারের ওলাইল এলাকায় অবস্থান করছেন, এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আহসানকে আটক করা হয়। পরে তার তথ্যমতে অভিযান চালিয়ে তার সহযোগী আলমগীরকে আশুলিয়ার জিরাবো থেকে আটক করা হয়। তাদের কাছ থেকে মোবাইল ফোন ও জিহাদি বই উদ্ধার করা হয়েছে।
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, ‘তাদের বিরুদ্ধে মামলা করে আদালতের কাছে সাত দিনের রিমান্ড চেয়েছি।’