মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভাড়াউড়া এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
বৃহস্পতিবার রাতে শ্রীমঙ্গলের ভাড়াউড়া চা বাগান রোডের উত্তর আবাসিক এলাকায় মিনহাজুল মিয়ার বাড়িতে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম রাজিব পালিত। তিনি মৌলভীবাজারের কমলগঞ্জ থানার আতুরের ঘর গ্রামের বাসিন্দা।
জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধিন চন্দ্র দাশ নিউজবাংলাকে জানান, ৩৪ বোতল বিদেশি মদসহ রাজিব পালিত নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি একজন মাদক কারবারি। ডিবির পক্ষ থেকে রাতেই শ্রীমঙ্গল থানায় তার বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।
তিনি আরও জানান, মৌলভীবাজারকে মাদক মুক্ত রাখতে ডিবির এ অভিযান অব্যাহত থাকবে।