কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে নয় হাজার ৯৭০ টি ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবককে আটক করেছে র্যাব-১৫।
বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে এ অভিযান চালানো হয়।
আটক ইয়াবা কারবারির নাম আবদুস শুক্কুর (২৪)। তিনি উখিয়া কুতুপালং ২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই-ব্লকের বাসিন্দা।
র্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বৃহস্পতিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, উখিয়ার বিটিভি উপ-কেন্দ্রের টাওয়ার সংলগ্ন রাস্তার ওপর র্যাব সদস্যদের দেখে আবদুস শুক্কুর পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে আটক করা হয়।
পরে তার দেহ তল্লাশি করে কৌশলে লুকিয়ে রাখা পলিথিনের প্যাকেট থেকে নয় হাজার ৯৭০ টি ইয়াবা পাওয়া যায়। তিনি দীর্ঘদিন ধরে টেকনাফের সীমান্ত এলাকা থেকে ইয়াবা এনে সারাদেশে পাচার করতেন বলে র্যাবের কাছে স্বীকার করেছেন।
আবদুস শুক্কুরকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহম্মদ মঞ্জুর মোরশেদ জানান, ইয়াবা কারবারির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি চলছে।