ঝিনাইদহের কালীগঞ্জে ধানের বীজতলায় দেয়া পানি পাশের ইটভাটায় ঢোকায় ফাঁকা গুলি ও বাড়ি ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার ছালাভরা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, এদিন গভীর নলকূপ দিয়ে ধানের বীজতলায় পানি দেন ওই গ্রামের কৃষক হোসেন আলী। ইদুঁরের গর্ত দিয়ে বীজতলার পানি তার জমির পাশের ইটভাটায় প্রবেশ করে। এতে ইট ভিজে যায়।
তারা জানান, বিষয়টি নিয়ে দুপুরে ভাটার মালিক আব্দুল মতিন বিশ্বাস ও হোসেন আলীর মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হোসেন আলীর ছেলে রবিউল ইসলাম বাবুকে মারধর করে মতিন বিশ্বাসের লোকজন। এ সময় ভাটা মালিকের ছেলে ইমদাদুল হক ঘটনাস্থলে এসে এক রাউন্ড ফাঁকা গুলি করেন।
মতিন বিশ্বাসের লোকজন ভাটার পাশে হোসেন আলীর বাড়িতে ঢুকে ঘরের জিনিসপত্রও ভাঙচুর করে বলে জানান স্থানীয়রা।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান বলেন, ‘বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নিব।’