র্যাব জানায়, ওসমান গনি কক্সবাজারের উখিয়া থানার কুতুপালং ক্যাম্পে থাকতেন। তার কাছ থেকে ইয়াবা ছাড়াও ১৫শ টাকা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
কিশোরগঞ্জে ২৮০ পিস ইয়াবাসহ মিয়ানমারের নাগরিক ওসমান গণিকে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার বিকেলে কটিয়াদী উপজেলা সদরের চৌরাস্তার কাছ থেকে তাকে আটক করা হয়।
র্যাবের কোম্পানি কমান্ডার উপ পরিচালক লেফটেন্যান্ট শোভন খান জানান, ওসমান গনি কক্সবাজারের উখিয়া থানার কুতুপালং ক্যাম্পে থাকতেন। তার কাছ থেকে ইয়াবা ছাড়াও ১৫শ টাকা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, ওসমান দীর্ঘদিন ধরে কক্সবাজারসহ বিভিন্ন জেলায় মাদক পাচারে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
কটিয়াদী থানায় মামলা করে তাকে পুলিশে দেয়া হয়েছে বলেও জানান র্যাব কর্মকর্তা।